Loading Page
🗪 We are Available 24x7
Details About...

বিশেষণ পদ - সংজ্ঞা, শ্রেণীবিভাগ ও উদাহরণ (in Bengali for Class-4)

Table of Contant
বিশেষণ পদ
বিশেষণ পদ কাকে বলে

বিশেষণ কথার অর্থ -


বিশেষণ কথার অর্থ হল - যে বিশেষিত করে। বিশেষণ পদ দোষ, গুন, অবস্থা, ধর্ম, সংখ্যা, ক্রম, পরিমান ইত্যাদিকে বর্ণনা করে। বিশেষণ পদ বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, অব্যয় এমনকি নিজেকেও বিশেষিত করে।

বিশেষণ পদ কাকে বলে?


যে পদ বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, অব্যয় এমনকি নিজেকেও বিশেষিত করে, তাকে বিশেষণ পদ বলে।

উদাহরণ :
আমাদের ছোট গ্রাম মায়ের সমান।
মন্দ আমি ভালো তুমি।
কচ্ছপ ধীরে ছোটে।
মাথার ঠিক উপরে পাথা ঘুরছে।
টুকটুকে লাল জামা আমার পছন্দ নয়।
আমাদের গ্রামে দুটো পুকুর আছে।
প্রথম স্থানে আমার নাম আছে।

বিশেষণ পদের শ্রেণীবিভাগ


বিশেষণ পদ কোন পদকে বিশেষিত করছে তার ওপর ভিত্তি করে বিশেষণ পদকে যেমন ভাগ করা যায়, তেমনি বিশেষণ পদ কোন দোষ, গুণ, অবস্থা, ধর্ম, সংখ্যা, ক্রম ইত্যাদিকে বর্ণনা করে তার ওপর ভিত্তি করেও বিশেষণ পদকে ভাগ করা যায়। আমরা এখানে কয়েক প্রকার বিশেষণ পদ সম্পর্কে জানব

বিশেষ্যের বিশেষণ


যে বিশষণ পদ বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা, ধর্ম, পারমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষ্যের বিশেষণ বলে। যেমন -

বাগানে সুন্দর ফুল রয়েছে।
মেয়েটি খুব ভালো।
দরিদ্র লোক আমাদের রাজ্যে বেশি।
সাধারণত বিশেষণ পদ যাকে বিশেষিত করে তার পূর্বে অবস্থান করে। তবে এর ব্যতিক্রমও খুব দেখা যায়।

সর্বনামের বিশেষণ


যে বিশেষণ পদ সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে সর্বনামের বিশেষণ বলে। যেমন -

সুন্দর তুমি, অসুন্দরকে বিনাশ কর।
সে খুব ভালো

অব্যয়ের বিশেষণ


যে বিশেষাপদ অব্যয় পদকে বিশেষিত করে, তাকে অব্যয়ের বিশেষণ বলে। যেমন -

আমার ঠিক পাশের মেয়েটি নীলাঞ্জনা।

ক্রিয়া বিশেষণ


যে বিশেষণ পদ ক্রিয়াপদকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন -

তাড়াতাড়ি সেখানে যাও।
বিষয়টা ভালোই বুঝছি।
ছেলেরা ফিস্ ফিস্ করে কথা বলছে।

বিশেষণের বিশেষণ


যে বিশেষণ পদ অন্য একটি বিশেষণ পদকে বিশেষিত করে, তাকে বিশেষণের বিশেষণ বলে। যেমন -

ঈশান খুব সুন্দর জামা পরেছে।
অতি চালাক ছেলেদের এরকম হয়।
ঘন সবুজ বনে চারদিকে ভরা।

সংখ্যাবাচক বিশেষণ


যে বিশেষন পদের দ্বারা ব্যক্তি, বস্তু ইত্যাদির সংখ্যা বোঝা যায়, তাকে সংখ্যাবাচক বিশেষণ পদ বলে। যেমন -

বাগানে দশটি আমগাছ রয়েছে।
সপ্ত সিন্ধু তেরো নদী পার।
শত শত লোক খাচ্ছে।

পূরণবাচক বিশেষণ


যে বিশেষণ পদ বিশেষ্য বা সর্বনাম পদের ক্রমপ্রকাশ করে তাকে পূরণবাচক বিশেষণ বলে। যেমন -

পরীক্ষায় সে প্রথম স্থান পেয়েছে।        
২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।
বিরাট কোহেলি শততম সেঞ্চুরি করলেন।

পরিমাণবাচক বিশেষণ


যে বিশেষণ পদ বিশেষ্য পদের পরিমাণ কে নির্দেশ করে, তাকে পরিমাণবাচক বিশেষণ বলে। যেমন -

পুকুরে অনেকটা জল আছে।
আম্বানির অনেক টাকা আছে।
সাধারণত যে বিশেষ পদগুলির সংখ্যা গণনা কর যায় না, তাদের পূর্বে এই বিশেষণ বসে।
Share this Page