Loading Page
🗪 We are Available 24x7
Details About...

রূপসী বাংলা কবিতার প্রশ্ন উত্তর

Table of Contant
রূপসী বাংলা কবিতার প্রশ্ন উত্তর
Ruposi Bangla Kobita Question Answer

রূপসী বাংলা


- জীবনানন্দ দাশ


জীবনানন্দ দাশ - (১৮৯৯-১৯৫৪)


[রবীন্দ্রনাথের পর এমন কবি বাংলা সাহিত্যে বিরল। ছোটোদের জন্য সাধারণত লেখেননি। তবে তাঁর অনেক কবিতা ছোটোবড়ো সবারই মনে দাগ কাটে। সংকলিত কবিতাটি তাঁর অনন্য কবিতা 'রূপসী বাংলা'র কিছু অংশ। উল্লেখযোগ্য এই বনলতা সেন, ধূসর পান্ডুলিপি, রূপসী বাংলা ইত্যাদি।]

আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায়
হয়তো মানুষ নয় - হয়ত বা শঙ্খচিল শালিখের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;

হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে
জলঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে,
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক: আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে-

শব্দার্থ



নবান্ন - অঘ্রান মাসে নতুন ফসল তোলার পরের উৎসব।
সুদর্শন - সুশ্রী।
নীড় - পাখির বাসা।
ধবল - সাদা।

রূপসী বাংলা কবিতার প্রশ্ন উত্তর


'রূপসী বাংলা' কবিতাটি কার লেখা?


'রূপসী বাংলা' কবিতাটি প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশ-এর লেখা।

'রূপসী বাংলা' কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে গৃহীত?


'রূপসী বাংলা' কবিতাটি 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থ থেকে গৃহীত।

'রূপসী বাংলা' কী জাতীয় কবিতা?


'রূপসী বাংলা' কবিতাটি 'চতুর্দশপদী' বা সনেট কবিতা।

কবি জীবনানন্দ দাশ কোথায় ফিরে আসবেন?


প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশ মৃত্যুর পর পুনর্জন্ম নিয়ে ধানসিড়ি নদীর তীরে 'কার্তিকের নবান্নের দেশ' বাংলার সবুজ করুণ ডাঙায় ফিরে আসবেন।

'রূপসী বাংলা' কবিতাতে কোন কোন পাখির নাম উল্লেখ আছে?


প্রকৃতির কবি জীবনানন্দ দাশ তাঁর 'রূপসী বাংলা' কবিতায় অনেক রকম পাখির নাম উল্লেখ করেছেন। সেগুলি হল -

১. শঙ্খচিল ২. শালিক ৩. ভোরের কাক ৪. হাঁস ৫. সুদর্শন ৬. লক্ষ্মীপেঁচা ৭. ধবল বক।

'রূপসী বাংলা' কবিতাতে কোন কোন নদীর নাম উল্লেখ আছে?


প্রকৃতির কবি জীবনানন্দ দাশ তাঁর 'রূপসী বাংলা' কবিতায় তিনটি নদীর নাম উল্লেখ করেছেন।

১. ধানসিড়ি ২. জলঙ্গী ৩. রূপসা।

'রূপসী বাংলা' কবিতাতে কোন কোন গাছের নাম উল্লেখ আছে?


রূপসী বাংলা কবিতাতে কাঁঠাল ও শিমূল গাছের নাম উল্লেখ আছে।

'রূপসী বাংলা' কবিতায় বাংলার কোন উৎসবের নাম উল্লেখ আছে?


'রূপসী বাংলা' কবিতায় বাংলার নতুন ধানের উৎসব 'নবান্ন'- এর নাম উল্লেখ আছে।

'কার্তিকের নবান্নের দেশ' বলতে কোন দেশের কথা বলা হয়েছে?


' রূপসী বাংলা কবিতায় 'কার্তিকের নবান্নের দেশ' বলতে অখন্ড বাংলার কথা বলা হয়েছে।

কবি জীবনানন্দ দাশ কীভাবে আবার এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন?


প্রকৃতির কবি জীবনানন্দ দাশ জননী জন্মভূমি বাংলার নদী, মাঠ, খেত তথা তথা সমগ্র প্রকৃতিকে ভালোবেসেছেন। বাংলার প্রকৃতির রূপ-রস-গন্ধে মুগ্ধ কবি মৃত্যুর পরেও পুনর্জন্ম নিয়ে বাংলার প্রকৃতির কোলে ফিরে আসতে চেয়েছেন। কোন রূপে পুনর্জন্ম হবে- তা কারো পক্ষেই জানা সম্ভব নয়। কবিও তাই সংশয় প্রকাশ করে জানিয়েছেন মানুষ রূপে না হলেও মুক্ত বিহঙ্গ রূপে বাংলায় এসে বাংলার প্রকৃতিকে উপভোগ করবেন নিশ্চিত। হয়তো তিনি শঙ্খচিল কিংবা শালিকের বেশে জন্মভূমিতে ফিরে আসবেন। যদি তাও সম্ভব না হয় তাহলেও তিনি ভোরের কাক হয়ে কুয়াশার বুকে ভেসে কিংবা পুকুরে চরে বেড়ানো হাঁস হয়ে ফিরে আসবেন। আবার কবি জানিয়েছেন সন্ধ্যার বাতাসে উড়ন্ত সুদর্শন হয়ে কিংবা ধবল বক হয়ে অন্ধকার মেঘে সাঁতার কেটে ফিরে আসবেন আপন জন্মভূমিতে। কবি আরো জানিয়েছেন সরল নিষ্পাপ শিশু হয়ে উঠানের ঘাসে খই-এর ধান ছড়াবেন অথবা কিশোর রূপে ফিরে এসে রূপসার ঘোলা জলে ডিঙা বায়বেন।

Share this Page